চট্টগ্রামের আনোয়ারায় ৭০ হাজার পিস ইয়াবাসহ কামরুন্নাহার (৩০) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার রায়পুর গ্রামের নোয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই মহিলা একই এলাকার মাদক ব্যবসায়ী মোহাম্মদ ফরিদের স্ত্রী।
আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রায়পুরের নোয়াবাড়িতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ কামরুন্নাহারকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী ফরিদ পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লক্ষ টাকা। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন