বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৩তম বার্ষিক সদস্য সভা গত শনিবার নাটোর ফুল বাগানের নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. মশিউর রহমান। সভায় জানানো হয় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ নভেম্বর ২০১৫ পর্যন্ত ৪ হাজার ৪৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে যার ফলে ১ লক্ষ ৯৮ হাজার ৭৩৮ জন বিভিন্ন ধরনের গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়। উল্লেখ্য, ১৯৮১ সালের ১৫ ফেব্রুয়ারি নাটোর জেলার সদর, নলডাঙ্গা, বাগাতিপাড়া ও সিংড়া এবং রাজশাহী জেলার পুঠিয়া ও বাগমারা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ তার যাত্রা শুরু করে। সভায় আরো জানানো হয়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুতের সিস্টেম লস বর্তমানে ১১.৭৮%এ নামিয়ে আনতে সক্ষম হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১.৪৩% কম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহা-ব্যবস্থাপক মো. বেলাল উদ্দিন। সভার শেষে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী শ্রেষ্ঠ গ্রাহক সদস্যদের পুরস্কৃত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন