রাজশাহীর তানোরে দীর্ঘদিন থেকে পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতাকৃতরা হলেন উপজেলার কলমা গ্রামের ইয়াসিন আলীর পুত্র গোলাম আজম (২৮) অপরজন শংকরপুর গ্রামের মৃত উজির মন্ডলের পুত্র রফিকুল ইসলাম (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত গোলাম আজমের স্ত্রী নাটোর সদর কোর্টে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তিন মাসের সাজা দেন। সাজা প্রদানের পর থেকেই আসামি গোলাম আজম আত্মগোপনে ছিলেন। ঈদের রাতে নিজ গ্রাম কলমায় আসলে বিষয়টি পুলিশ জানতে পারে। ওই রাতেই এএসআই শরিকুল ইসলাম (শরিফ) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
অপর দিকে আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৩ সালে ওয়ারেন্ট ইস্যু হলে সে সময় থেকে তিনি পলাতক ছিল । তাকেও ঈদের রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করেন একই কর্মকর্তা।
এ নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল ইসলাম জানান, দীর্ঘ দিন থেকে দুই আসামিকে গ্রেফতার করতে নানাভাবে অভিযান চালিয়েও তাদেরকে এলাকায় পাওয়া যাচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন