শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আ.লীগ ও বিএনপির শতাধিক নেতাকর্মীর জাপায় যোগদান

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

কুড়িগ্রামের উলিপুরে আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদকসহ উভয় দলের অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। গতকাল শনিবার রাত ৮টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আক্কাছ আলীর উপস্থিতিতে আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম মুকুল, ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, অধ্যাপক আব্দুল কাদের, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কয়ছার আলী, ৭ নম্বর ওয়ার্ডের দুলাল পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী জাপা চেয়রাম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপর আস্থা রেখে জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাপার সভাপতি আতিয়ার রহমান মুন্সি। এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার, যোগদানকারীদের মধ্যে বক্তব্য রাখেন এম কফিল উদ্দিন, মাঈদুল ইসলাম মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাধারন সম্পাদক নুরুজ্জামান সরকার, সিনিয়র সহসভাপতি মাহমুদুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক ও হাতিয়া ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন পৌর সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক পার্টির সভাপতি আলম মিয়া, শ্রমিক পার্টির সভাপতি আব্দুল হালিম, বেগমগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমীন রুকসহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সম্পাদক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন