নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে প্রত্যাহার করে বগুড়া অফিসে সংযুক্ত করা হয়েছে। এদিকে মহাসড়কে অবৈধ পরিবহন বন্ধে আজও অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এ দুর্ঘটনায় তিন সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটি বগুড়া থেকে তদন্তের উদ্দেশে নাটোরের পথে রওনা হয়েছেন।
হাইওয়ে পুলিশের বগুড়া জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন জানান, গত ২৫শে আগস্ট লালপুর উপজেলার কদিমচিলান নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হন। এ ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করে বগুড়া অফিসে সংযুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন