শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বার্সেলোনার মুখোমুখি হতে চান না নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের ড্র আগামীকাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

বার্সেলোনার হয়ে ইউরোপে ফুটবল যাত্রা শুরু করেন নেইমার। এ ক্লাবের হয়ে এক বছরে জিতেছেন ট্রেবলও। হুট করে সে ক্লাবকে বিদায় বলে পরে যোগ দিয়েছেন ফরাসী ক্লাব পিএসজিতে। কিন্তু বার্সেলোনার শক্তিমত্তা সম্পর্কে ভালো ধারণা আছে তার। আর এ কারণেই চ্যাম্পিয়ন্স লিগে সাবেক এ ক্লাবের মুখোমুখি হতে চান না ২৬ বছর বয়সী এ ব্রাজিলিয়ান।
আগামীকাল মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। ২৬টি দল আগেই ঠিক হয়েছে। প্লে অফ উতরে এবার আরও ৬টি দল যোগ দেবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, জুভেন্টাস, পিএসজি আর বায়ার্ন মিউনিখের মতো বিশ্বসেরা দলের সঙ্গে। বিগত বছরে বেশ কয়েকবারই গ্রæপ পর্বে বার্সেলোনার সঙ্গে একই গ্রæপে পড়েছে পিএসজি। নকআউটেও দেখা হয়েছে বেশ কয়েকবার। তাই এবারও যে এমন কিছু হবে না, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এমনটা চান না নেইমার।
বাণিজ্যিক একটি অনুষ্ঠানে অংশ নিতে বার্সেলোনায় এসেছেন নেইমার। তবে ক্লাবে নয় শহরে। তবে এর মাঝেই সাবেক ক্লাবের অনুশীলনে গিয়েছেন তিনি। সেখানে লুইস সুয়ারেজ, ইভান রাকিতিচ ও মার্ক টের স্টেগান সহ সাবেক অনেক সতীর্থের সঙ্গে দেখা হয় তার। গতকাল রাকিতিচ ও স্টেগান তার সঙ্গে সেলফি তুলে আপলোড করেন সামাজিক মাধ্যমে। এ সময় মুখোমুখি হন স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপার্তিভোর। এক সাক্ষাৎকারে পত্রিকাটিকে নেইমার বলেন, ‘বার্সেলোনা খেলোয়াড়দের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এখানে আমার অনেক ভালো বন্ধু আছে যারা খুব ভালো খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিপক্ষে খেলা খুবই কঠিন হবে। আমি এটা পছন্দ করব না।’
এদিকেদলবদলের বাজার শেষ হতে এখনও তিনদিন বাকি। শেষ মুহূর্তে কে কোন দলে যাবে, কোন ক্লাব কাকে কিনে নেবে- সেই চমকের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। নেইমারকে দলে টানার জন্য মরিয়া হয়ে উঠেছে বার্সার চিরপ্রতিদ্ব›দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ। ফুটবল পাড়ায় এ নিয়ে নানা গুঞ্জন। অনেকেরই ধারণা রোনালদো চলে যাওয়ার খুব শিগগীরই রিয়ালেই আসবেন তিনি। তবে আপাতত যে সে সম্ভাবনা নেই তা জানালেন নেইমার, ‘পিএসজির সঙ্গে আমার একটা চুক্তি আছে এবং আমি সেখানে থাকছি।’

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন