হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পল্লী বিদুৎ এর ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে হোসেনপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত বুধবার থেকে হোসেনপুর পল্লী বিদুৎ সমিতি অফিসের সামনে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ প্রদর্শন এবং লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, হোসেনপুর পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, ব্যবসায়ী সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছালাম, আ.লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এ উপজেলায় প্রতিদিন গড়ে ১৮ ঘণ্টা লোডশেডিং থাকে। বিদ্যুতের স্বাবাভিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। হোসেনপুর পল্লী বিদুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আকতার হোসেন বিষয়টি স্বীকার এ অবস্থার পরিবর্তনের আশ্বাস দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন