কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবদদাতা
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে গভীর রাতে আঁতশবাজি (ফোটকা) আতঙ্কে হাসপাতালের সকল রোগী ও ডাক্তার নার্স। হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে মিশন হাসপাতালের ওপারের দ্বিতীয় তলায় নার্স কোয়াটারের পাশে কেবা কারা ২/৩টি আঁতশবাজি ফুটালে হাসপাতালের রোগী, নার্স ও ডাক্তার কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পর হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার হাসপাতাল সকল ডাক্তার, নার্স ও অফিস কর্মচারীদের নিয়ে জরুরি বৈঠক করেন। তিনি বলেন, এব্যাপারে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সমান্ত বলেন, হাসপাতাল পরিচালক প্রয়াত ডাক্তার মং স্টিফেন চৌধুরী মারা যাওয়ার পর হতে দুটি পক্ষ হাসপাতাল নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। আমরা এর আসল রহস্য বাহির করব বলে তিনি উল্লেখ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন