শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভালুকায় আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের মানববন্ধন

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : আসন্ন ইউপি নির্বাচনে ময়মনসিংহের ভালুকায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বাণিজ্য হয়েছে দাবি করে বিভিন্ন ইউনিয়নের মনোনয়নবঞ্চিত প্রার্থী ও কর্মী-সমর্থকরা গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী নিজামউদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে মনোনয়নবঞ্ছিত প্রার্থীদের মাঝে ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন দাস ও আ.লীগ নেতা মো. জসিমউদ্দিন, ২নং মেদুয়ারী ইউনিয়নের আ.লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. লোকমান হেকিম, ৬নং ভালুকা ইউনিয়নের আফজাল হোসেন ম-ল, মো. মোশারফ হোসেন ঢালী ও মোহন মিয়া উপস্থিত ছিলেন। আফজাল হোসেন ম-ল বলেন, দুই কোটি টাকার বিনিময়ে ৬নং ইউনিয়নে একজন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। বক্তারা এসব ১১টি ইউনিয়নেই মনোনয়ন বাতিল করে তৃণমূলের ভোটে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন