ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মাস্টারকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছ এক লিখিত বিবৃতিতে জানান, ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে দলীয় প্রার্থীর (ধানের শীষ প্রতীক) বিরুদ্ধে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান মাস্টার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ১৮ এপ্রিল উপজেলা ও ইউনিয়ন কমিটির সিদ্ধান্তক্রমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন