গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জামান গত মঙ্গলবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আঠা দিয়ে সাঁটানো পোস্টার অপসারণ অভিযান পরিচালনা করেছেন। উপজেলা সদর ইউনিয়নের ওয়াপদা মোড় থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জামান ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেন। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওয়াপদা মোড়, বিভিন্ন যানবাহন, উপজেলা পরিষদ গেট, বাজারের বিভিন্ন দেয়ালে সাঁটানো পোস্টার অপসারণ করেন।
দুই প্রার্থীর জরিমানা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দুই ইউপি সদস্য প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জামান জানান, ইসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য পদপ্রার্থী বিশ্বজিৎ পাল ও আকবর হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গত মঙ্গলবার ২টার পূর্বেই মাইকে প্রচার শুরু করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাদের মাইক আটক করা হয়। আচরণবিধি লঙ্ঘন করার দায়ে সাধারণ সদস্য প্রার্থী বিশ্বজিৎ পালকে ২ হাজার টাকা ও আকবর হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন