বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দোকান বন্ধ রেখে আড়াইশ’ ব্যবসায়ীর বিক্ষোভ

বড়াইগ্রামে সেলিম বাহিনীর চাঁদাবাজি

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় যুবলীগ কর্মী সেলিম বাহিনীর প্রকাশ্য চাঁদাবাজিতে ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। গত সোমবার সন্ধ্যায় এ বাহিনীর তা-বে অতিষ্ঠ প্রায় আড়াইশ’ ব্যবসায়ী দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড়াইগ্রাম থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় গড়মাটি গ্রামের চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি সেলিম বাহিনী প্রধান সেলিম ও তার সহযোগী মোস্তাক ৩০ হাজার টাকা চাঁদা না দেয়ায় একই গ্রামের পশু চিকিৎসক ডা. সুজনের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি কেড়ে নেয়ার চেষ্টা করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা খবর পেয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা বাজারের ২৪০টি দোকান বন্ধ রেখে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে গত শনিবার দুপুরে ৬০ হাজার টাকা চাঁদা না দেয়ায় গড়মাটি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশু খানের ৫শ’ মণ ভুট্টা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৩০৬৬) ছিনতাই করে নিয়ে সেলিমের বাড়িতে আটকে রাখে। এ সময় বাধা দেয়ায় তাদের ছুরিকাঘাতে আহত নাসিম খান (২৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একইভাবে, তারা গড়মাটি গ্রামের অধ্যাপক সাইদুর রহমানের কাছে এক লাখ ও গড়মাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা। চাঁদা দাবির ব্যাপারে আশু খান থানায় মামলা এবং লুৎফর রহমান লিখিত অভিযোগ দায়ের করলেও এ পর্যন্ত তাদের আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে শ্রমিক নেতা লুৎফর রহমান বলেন, বিভিন্ন জনের কাছ থেকে এরা প্রকাশ্যে ও গোপনে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে। থানায় অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না। এখন আমরা দারুণ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফ ট্রাক ছিনিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করে জানান, আমার জানা মতে, ট্রাকটি ফেরৎ দিয়ে দেয়ার কথা। মামলার আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন