শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফরিদপুর বিএনপির ঈদ পুনর্মিলনী

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

ফরিদপুরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ পূর্নমিলনী করে যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। সপ্তাহ ধরে ঈদ পূর্নমিলনী করবেন। এই আলোকে বৃহস্পতিবার সকালে ফরিদপুরের নিজ বাস ভবন ময়েজ মঞ্জিলে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এগারটি ইউনিয়নের বিএনপির শত শত নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময়ে অংশ নেয়। চৌধুরী কামাল ইবনে ইউসুফের সাথে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন বিএনপির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, শহর বিএনপির সভাপতি- রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজসহ জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা। চৌধুরী কামাল ইবনে ইউসুফ আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি পুরাতন বাসস্ট্যান্ডে পৌর অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন