শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মার্কিন সেনাদের পরিবার

ইরানের জব্দকৃত ২শ’ কোটি ডলার ক্ষতিপূরণ পাচ্ছে

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বৈরুতে বোমা হামলায় নিহত যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের পরিবার পাচ্ছে জব্দকৃত ইরানের ২ বিলিয়ন মার্কিন ডলার। মার্কিন সুপ্রিম কোর্ট এক আদেশে এ কথা বলেছে। গত বুধবার  মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, যুক্তরাষ্ট্রে জব্দকৃত ইরানের ২ বিলিয়ন ডলারের সম্পদ অবশ্যই ১৯৮৩ সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের মেরিন সেনা ঘাঁটিতে বোমা হামলায় নিহত মার্কিন সেনাদের পরিবারকে দিতে হবে। ২০১৪ সালে নিউইয়র্কের আপিল আদালত এক রায়ে সিটি ব্যাংক ট্রাস্টের নিউইয়র্ক শাখায় গচ্ছিত ইরানের ওই অর্থ মামলার বাদী পক্ষকে হস্তান্তরের নির্দেশ দেন। ওই রায়ে সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখেন।
প্রায় এক হাজার মার্কিনী এই মামলাটি দায়ের করেছিল বহু বছর আগে। বাদীদের আইনজীবী টেড অলসন বলেন, সুপ্রিম কোর্টের এই রায়ে তারা খুশি। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন