ও-লেভেল রসায়ন পরীক্ষায় বিশ্বরেকর্ড করেছে পাকিস্তানের ৮ বছর বয়সী বালক কমর মুনির আকবর। এ বয়সে এ পরীক্ষা পাসের রেকর্ড আর কারো দখলে নেই। এ ছাড়া তার দখলে রয়েছে আরো ৬টি বিশ্বরেকর্ড। তার সঙ্গে যুক্ত হলো আরো একটি রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল তারই বোন সিতারার। সে ২০১১ সালে ৯ বছর বয়সে রসায়নে ও-লেভেল পাস করে বিশ্বরেকর্ড করে। কিন্তু তার সেই রেকর্ড ভেঙে দিয়েছে তারই ভাই আকবর। ওদিকে সিতারা ১০ বছর বয়সে জীববিজ্ঞানে ও-লেভেল পাস করে আরেকটি রেকর্ড গড়ে। এরপর ১১ বছর বয়সে পাকিস্তানের জন্য নতুন রেকর্ড গড়ে সে। এ বয়সে ইংরেজি, গণিত ও বিজ্ঞানে ও-লেভেল পাস করে। নিজে রেকর্ড করার পর আকবর জিও নিউজকে বলেছে, সে তার দেশকে গর্বিত দেখতে চায়। জিও নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন