শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ও-লেভেল পরীক্ষায় বিশ্বরেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

ও-লেভেল রসায়ন পরীক্ষায় বিশ্বরেকর্ড করেছে পাকিস্তানের ৮ বছর বয়সী বালক কমর মুনির আকবর। এ বয়সে এ পরীক্ষা পাসের রেকর্ড আর কারো দখলে নেই। এ ছাড়া তার দখলে রয়েছে আরো ৬টি বিশ্বরেকর্ড। তার সঙ্গে যুক্ত হলো আরো একটি রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল তারই বোন সিতারার। সে ২০১১ সালে ৯ বছর বয়সে রসায়নে ও-লেভেল পাস করে বিশ্বরেকর্ড করে। কিন্তু তার সেই রেকর্ড ভেঙে দিয়েছে তারই ভাই আকবর। ওদিকে সিতারা ১০ বছর বয়সে জীববিজ্ঞানে ও-লেভেল পাস করে আরেকটি রেকর্ড গড়ে। এরপর ১১ বছর বয়সে পাকিস্তানের জন্য নতুন রেকর্ড গড়ে সে। এ বয়সে ইংরেজি, গণিত ও বিজ্ঞানে ও-লেভেল পাস করে। নিজে রেকর্ড করার পর আকবর জিও নিউজকে বলেছে, সে তার দেশকে গর্বিত দেখতে চায়। জিও নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সপ্তর্ষী আহমদ ২ সেপ্টেম্বর, ২০১৮, ৭:২৬ পিএম says : 1
আহমদীয়া মুসলিম জামাতের সদস্য হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত যে এই বালক একজন আহমদী মুসলিম। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সে আহমদী এ বিষয়টি কেন মিডিয়া প্রচার করছে না?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন