একের পর রেকর্ড গড়ে চলছেন জশুয়া চেপটেগাই। সবচেয়ে কম সময়ে ছেলেদের ১০ হাজার মিটার দৌড় শেষ করার বিশ্বরেকর্ড এখন উগান্ডার এই অ্যাথলেটের।
২৪ বছর বয়সী চেপটেগাই ভেঙেছেন এই ইভেন্টে সবচেয়ে বেশিদিন টিকে থাকা ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের ১৫ বছরের পুরনো রেকর্ড। ২৬ মিনিট ১৭.৫৩ সেকেন্ডে ১০ হাজার মিটার অতিক্রম করেছিলেন বেকেলে। এবার ৬.৫৩ সেকেন্ড কম সময় নিয়ে রেকর্ডটি নিজের করে নিলেন চেপটেগাই।
গত ১০ মাসে এটি চেপটেগাইয়ের চতুর্থ বিশ্বরেকর্ড। গত ডিসেম্বরে ১০ কিলোমিটার ও ফেব্রুয়ারিতে ৫ কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েন তিনি। গত আগস্টে মোনাকো ডায়মন্ড লিগে ভাঙেন বেকেলের ১৬ বছরের পুরনো আরেকটি রেকর্ড। ৫ হাজার মিটার দৌড়ে বেকেলের চেয়ে প্রায় দুই সেকেন্ড কম নেন উগান্ডার এই অ্যাথলেট।
মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইথিওপিয়ার লেতসেনবেত গিদে। ২০০৮ সালে তার স্বদেশি তিরুনেশ দিবাবা ১৪ মিনিট ১১.১৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন। এবার ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ডে নিয়ে সেটা ভাঙলেন ২২ বছর বয়সী গিদে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন