পাবনায় সাংবাদিক সুবর্না নদী হত্যায় গ্রেফতারকৃত তার সাবেক শ্বশুর শিল্পপতি আবুল হোসেনের ৩ দিনের রিমাণ্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, গত রোববার তিন দিন রিমাণ্ড শেষ হওয়ায় নিহত সাংবাদিক সুবর্না আক্তার নদীর সাবেক শ্বশুরকে পুলিশ হেফাজত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি সাংবাদিকেদের জানিয়েছেন, খুব বেশী গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া না গেলেওে আবুল হোসেন যে তথ্য দিয়েছেন, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে ।
এদিকে, নদী হত্যা মামলার অপর আসামী সাবেক স্বামী রাজিব ও তার সহযোগিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানিয়েছেন, গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য এবং পুলিশের সোর্স কাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন