মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গাইবান্ধায় যুব প্রশিক্ষণ উদ্বোধন

গাইবান্ধা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

যুব উন্নয়ন অধিদপ্তরের আত্ততায় গতকাল মঙ্গলবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব আবুল হাসান খান। জয়েনপুর আদর্শ কলেজের হলরুমে গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ খানের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খাজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাদেকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, যুব সমাজকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করে দেশের কল্যানে যুব সমাজকে আত্মনিয়োগ করতে হবে। তবেই দেশের আর কোন যুবক বেকার থাকবে না। তখন প্রতিটি যুবককে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন