বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

স্মার্টফোন ও তরুণ প্রজন্ম

চি ঠি প ত্র

| প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

স্মার্টফোন ব্যবহারকারীর একটি বিরাট অংশ আমাদের তরুণ প্রজন্ম। স্মার্টফোনের বদৌলতে আমাদের তরুণ প্রজন্ম যেমন স্মার্ট হচ্ছে আবার সেই স্মার্টফোনের কারণে তাদের একটা অংশ বিপথগামী হচ্ছে। স্মার্টফোন সহজলভ্য হওয়ার কারণে ইন্টারনেট অ্যাকসেস এখন খুব সহজ। এর ফলে দেশের শহরাঞ্চলের একজন তরুণ ও প্রত্যন্ত অঞ্চলের একজন তরুণের মাঝে কোনো পার্থক্য নেই। এ সুযোগকে কাজে লাগিয়ে তরুণদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সেবামূলক কাজ; যেমন রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বস্তির ছেলেমেয়েদের ফ্রি শিক্ষা প্রদান করার জন্য সংগঠিত হয়। আবার অনেক তরুণ অনলাইন ব্যবসা করে উপার্জনও করছে। অন্যদিকে স্মার্টফোনের সহজলভ্যতা আমাদের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের কিশোররা অবাধেই ইন্টারনেটে বিচরণ করছে এবং তাদের বেশির ভাগই খারাপ দিকগুলো গ্রহণ করছে, যা চিন্তার বিষয়। পাবলিক পরীক্ষাগুলোতে ফল বিপর্যয়ের প্রধান কারণ স্মার্টফোন। ছেলে-মেয়েরা স্কুলের পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষায় ভালো করলে মা-বাবা স্মার্টফোন গিফট করেন। এ চলমান সংস্কৃতি থেকে পরিবারগুলোকে বের হয়ে আসতে হবে। আর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যাতে ছেলেমেয়েরা স্মার্টফোনের সংস্পর্শে আসতে না পারে সে ব্যাপারেও অভিভাবকদের সচেতন হতে হবে। স্মার্টফোন আকারে ছোট হলেও এটা দিয়ে বড় বড় অঘটন সংঘটিত হয়। স্মার্টফোনের ভালো দিকগুলো কাজে লাগালে তরুণরা লাভবান হবে। অন্যথায় জীবনের নানা ক্ষেত্রে তারা পিছিয়ে পড়বে, যা কারো কাম্য নয়।
রিয়াজুল হক রিফাত,
চট্টগ্রাম কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন