শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সোনাইমুড়ীর ১০ কালিয়াকৈরের ৭ ইউনিয়ন চেয়ারম্যান পদে ৭৫ প্রার্থীসহ ৭৩৭ জনের প্রার্থিতা চূড়ান্ত

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

নোয়াখালীর সোনাইমুড়ী ও গাজীপুরের কালিয়াকৈরে চেয়ারম্যান পদে ৭৫ প্রার্থীসহ ৭৩৭ জনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট-
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, সোনাইমুড়ীতে আগামী ৭ মে ইউপি নির্বাচনের ৪র্থ ধাপে উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রার্থী চূড়ান্ত হয়েছে। এ উপজেলায় ৫৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৩ জন, সংরক্ষিত মহিলা আসন ৭৪ জনের মধ্যে ৪ জন, সাধারণ সদস্য ৩৮৩ জনের মধ্যে ৩৫ জনের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ১০ ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাচন অফিসার মো. নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামের কার্যালয়ে প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এ উপজেলায় আওয়ামী লীগের ১০জন, বিএনপির ৯ জন, ইসলামী আন্দোলনের ৮জন, জামায়াতের ৩ জন, ইসলামী ঐক্যজোটের ১জন ও স্বতন্ত্র ১১ জনসহ ৪২ জন চেয়ারম্যান প্রার্থী, ৭০ জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ও ৩৪৮ জন সাধারণ সদস্যের মনোনয়ন প্রার্থিতা চূড়ান্ত ঘোষণা করা হয়। এ উপজেলায় জাতীয় পার্টির কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। উপজেলার ১০ ইউপির ৪২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪নং বারগাঁও ইউনিয়নে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার আনিসুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা আসনের ৬৫ জনের মধ্যে ৫নং অম্বরনগর ইউপিতে সংরক্ষিত ৩ আসনে জাহানারা বেগম, ১নং জয়াগ ইউপিতে সংরক্ষিত ১নং ওয়ার্ডে খালেদা আক্তার, ৯নং দেওটি ইউপিতে সংরক্ষিত ১ আসনে রোকেয়া বেগম, ২নং সংরক্ষিত আসনে হাজেরা বেগম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা সদস্য নির্বাচিত হন। সাধারণ সদস্য ৩৪৬ জনের মধ্যে ৩ চাষিরহাট ইউপিতে ৮নং ওয়ার্ডে সাবেক সদস্য ফখরুল ইসলাম সোহাগ, ৭নং বজরা ইউপির ৯নং ওয়ার্ডে কেএম নেয়ামত উল্যা, ৮নং সোনাপুর ইউপির ৭নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, ৯নং দেওটি ইউপির ৩ নং ওয়ার্ডে শহিদ উল্যা, ৫নং ওয়ার্ডে ইব্রাহিম খলিল, ৬নং ওয়ার্ডে মোতাহের হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হন। এদিকে ৭নং বজরা ইউপির ৪নং ওয়ার্ডে ৪ জন সাধারণ সদস্যদের প্রত্যেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে ২৩৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটানিং অফিসার। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে আগামী ৭মে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৭ ইউনিয়নের আওয়ামী লীগের ৭জন (নৌকা) ও বিএনপির ৭জন (ধানের শীষ) প্রতীক পেয়েছেন। উপজেলার ৭ ইউনিয়নে প্রতীক প্রাপ্তরা হলেন- ফুলবাড়িয়া ইউনিয়নে অধ্যাপক মো. আব্দুল হাকিম (নৌকা), বর্তমান চেয়ারম্যান এডভোকেড মো. জাকিরুল ইসলাম (ধানের শীষ), মো. আব্দুর রাজ্জাক মাস্টার (আনারস), মো. আরিফ হুসাইন (মোটরসাইকেল), চাপাইর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সেতু (মোটরসাইকেল), এইচ এম শওকত ইমরান (ধানের শীষ), লায়ন মো. আহসান হাবীব (নৌকা), এটিএম খোরশেদ আলম (আনারস), মো. এমারত হোসেন (গামছা), মো. সামছুল হক (চশমা), মধ্যপাড়া ইউনিয়নে মো. নাছিম কবীর (নৌকা), এসএম সিরাজুল ইসলাম স্বপন (ধানের শীষ), মো. ফরিদুল ইসলাম সাগর (আনারস), মো. ছানোয়ার হোসেন (মোটরসাইকেল), ডা. মো. আজিজুল হক (লাঙ্গল), বোয়ালী ইউনিয়ন মো. শাহাদত হোসেন (নৌকা), বর্তমান চেয়ারম্যান আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম (ধানের শীষ), মো. হাবিব (মোটরসাইকেল), মো. মজিবর রহমান (আনারস), আটাবহ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল আলীম (নৌকা), মো. মাকুসুদুর রহমান হেলালী (ধানের শীষ), মো. আলাউদ্দিন মোল্লা (অটোরিকশা), মো. রেজাউল আলম (মোটরসাইকেল), সঞ্জয় কুমার সাহা (আনারস), মো. মজিবুর রহমান (টেবিল ফ্যান), ডা. মো. জয়নাল আবেদীন (ফুলের মালা), সুত্রাপুর ইউনিয়নে হাজী মো. বজলুর রহমান (নৌকা), মো. এবাদত হোসেন (ধানের শীষ), বর্তমান চেয়ারম্যান সোলাইমান হোসেন মিন্টু (আনারস), ঢালজোড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক (নৌকা), মো. খোরশেদ আলম (ধানের শীষ), বর্তমান চেয়ারম্যান মো. ইছাম উদ্দিন মো. আক্তারউজ্জামান (আনারস)। কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, চেয়ারম্যান পদে ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন ও সাধারণ সদস্য পদে ২৩৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন