ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা
আজ ২৩ এপ্রিল শনিবার ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ইউনিয়ন নির্বাচনে কারচুপি প্রতিরোধ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দাবী করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। তিনি উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মতবিনিময়কালে এই আহ্বান জানান। তিনি বলেন, জণগণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে ইচ্ছুক। কিন্তু এলাকাগুলোতে যেভাবে কেন্দ্র দখল করে নেয়ার পায়তারা হচ্ছে তাতে নির্বাচন আদৌ সুুষ্ঠ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তারপরও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রশাসন ও নির্বাচনের দায়িত্বে থাকা সকলেই শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবেন এই আশা করছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন