শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অপপ্রচার চালানোর অভিযোগ

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

নৌকার প্রতীক চেয়ে যারা বঞ্চিত হয়েছেন তাদের একটি অংশ ও একটি চিহ্নিত মহল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছেন। গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকায় জাহাঙ্গীর জমজম টাওয়ারে কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ দাবি করেন। সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন মজনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক প্রক্রিয়ায় তৃণমূলের সর্বাধিক ভোটে মনোনীত প্রার্থীর তালিকা ইউনিয়ন কমিটি থেকে উপজেলা, পরে জেলা ও কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হয়। এ প্রক্রিয়ায় জনবিচ্ছিন্ন ও অযোগ্যরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে মনোনয়ন বঞ্চিতদের একটি অংশ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে তার বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছে। যা মিথ্যা ও ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল, আ.লীগ নেতা আব্দুল লতিফ চেয়ারম্যান, আবুল কালাম আজাদ চেয়ারম্যান, আলহাজ্ব ফিরোজ খান চেয়ারম্যান ও ছফু মিয়া চেয়ারম্যান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন