স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে
কুষ্টিয়ার খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন আজ ২৩ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ৫টি ইউনিয়নের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের ক্ষমতাসীন দলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। মহিলা সংরক্ষিত ৩ সাধারণ ৭, ৮, ৯ সাধারণ ৭, ৮, ৯ নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হওয়ায় ৩ সংশ্লিষ্ট তিনটি কেন্দ্র কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না। তবে মহিলা সংক্ষরিত ও সাধারণ সদস্য পদ থাকায় ৯টি ইউনিয়নে নির্বাচন হবে। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও এখন ৪টি ইউনিয়নে খোকসায় যারা চেয়ারম্যান পদে লড়ছে তারা হলেন- আমবাড়ীয়া ইউনিয়নের জাসদ মনোনীত প্রার্থী নুরজাহান বেগম (মশাল), আব্দুস সাত্তার মোল্লা (নৌকা), গোপগ্রাম ইউনিয়নের মো. আলমগীর হোসেন (নৌকা), মো. মাউসুদ আহসান শিবলী স্বতন্ত্র (আনারস), জেসমীন আরা খাতুন স্বতন্ত্র (মোটরসাইকেল), উসমানপুর ইউনিয়নের মো. আনিচুর হমান (নৌকা), মো. ওহিদুল ইসলাম স্বতন্ত্র (আনারস), শোমসপুর ইউনিয়নের বদরউদ্দিন খান (নৌকা), মোছা. শামীমা সুলতানা স্বতন্ত্র (আনারস)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন