শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তিতাস ও মেঘনার ১৬ ইউনিয়ন বিএনপি মনোনীত প্রার্থী তালিকায় যারা

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা-২ আসনের তিতাস উপজেলা ও কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলার চেয়ারম্যান পদের জন্য বিএনপি দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে। গত এক মাস ধরে দফায় দফায় ঘরোয়া সভার মাধ্যমে বহু যাচাই-বাছাইয়ের পর এ তালিকা চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় বিএনপি দলীয় ওই সূত্রটি ইনকিলাবকে জানান, চেয়ারম্যান পদের জন্য প্রার্থী বাছাইয়ে বহু সময় ধরে আমরা যাচাই-বাছাই করেছি। কারণ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে দলীয় প্রতীকে। ফলে মাঠে খেলা হবে সমানে সমান।স্থানীয় বিএনপি’র সূত্র বলছে, এখানে বিএনপি থেকে যোগ্য ও ত্যাগী নেতাদের চেয়ারম্যান পদের জন্য প্রার্থী করা হয়েছে। তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে যাদের প্রার্থী করা হয়েছে তারা হলো- উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নে আলী হোসেন মোল্লা, মজিদপুর ইউনিয়নের মো. আকতার হোসেন বেপারী, জিয়ারকান্দি ইউনিয়নে মো. এমদাদ হোসেন আখন্দ, ভিটিকান্দি ইউনিয়নে বিল্লাল হোসেন, কলাকান্দি ইউনিয়নে নুরু মেম্বার, জগতপুর ইউনিয়নে মো. মানিক, সাতানী ইউনিয়নে করিম সওদাগর, নারান্দিয়া ইউনিয়নে মো. রমজান, বলরামপুর ইউনিয়নে মো. তপন, মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নে কামরুল হোসেন, বড়কান্দা ইউনিয়নে মিজানুর রহমান, চালিভাঙ্গা ইউনিয়নে এড. কামরুজ্জামান, চন্দনপুর ইউনিয়নে মো. সেলিম সরকার, গোবিন্দপুর ইউনিয়নে সেলিম রেজা, লুটের চর ইউনিয়নে আব্দুল ওয়াদুদ মুন্সি, মানিকারচর ইউনিয়নে আতাউর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন