রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিপক্ষের লোকজন নৌকা প্রতিকের সমর্থককে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোহরাব হোসেন সরকার জানান, তার ভাই সাখাওয়াত হোসেন মুড়াপাড়া ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থক হয়ে কাজ করে আসছেন। নৌকা প্রতিকের সমর্থক বিধায় স্থানীয় ডালিম শিকদার সঙ্গে সাখাওয়াত হোসেনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে সাখাওয়াত হোসেন মুড়াপাড়া এলাকায় পৌঁছাবামাত্র প্রতিপক্ষ ডালিম শিকদার, বাবু শিকদার, ফজল, মিলন ফকির, ফারুকসহ ৮/১০ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন সাখাওয়াত হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল সেট লুটে নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন