শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাতেনাতে ধরা ১৭ মাদক কারবারি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ইয়াবা, গাঁজাসহ হাতেনাতে ধরা পড়লো ১৭ মাদক কারবারি। গতকাল (বুধবার) নগরীর কর্নেলহাট ও সিটি গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের পাকড়াও করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম নেতৃত্ব দেন। এ সময় ইয়াবা, গাঁজা ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জামসহ ১৭ মাদক কারবারিকে আটক করেন ম্যাজিস্ট্রেট। পরে আটক ১৬ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অর্থদণ্ড এবং একজনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। ওই এলাকায় বেশ কিছুদিন ধরে মাদক কারবারিদের দৌরাত্ম্য চলছিলো। এতে এলাকার লোকজন, বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মাদকে আসক্ত হয়ে পড়ছিলো। এ কারণে মাদক কারবারিদের ধরতে সেখানে অভিযান পরিচালনা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন