নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে
লাল টুকটুকে, হলুদ-আলতার মিশ্রণ। দেখতে সুন্দর। হলুদের আভা এবং বোঁটার দিকে টকটকে লাল এ আম দেখলে কিনে নিতে মন চায়। এরই নাম ভারতীয় সুন্দরী। এই ভয়ংকর সুন্দরী নামক আম মাদ্রাজ থেকে সীমান্ত পথে এখন বাণিজ্যিক শহর সৈয়দপুরের বাজারে। এ আম বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকিয়ে হরহামেশা বিক্রি করছেন ব্যবসায়ীরা। এই আম বিক্রি না করার জন্য ফল আড়ত ও ব্যবসায়ীদের উপজেলা প্রশাসন কঠোরভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। উপজেলার বিভিন্ন ফলের দোকানে ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা সুন্দর করে থরে থরে সাজিয়ে রেখেছেন আমগুলো। ফলে সহজেই যে কোনো ক্রেতা আকৃষ্ট হবেন। দিনের পর দিন এ আম দোকানে থেকে গা কুঁচকে গেলেও নষ্ট হয় না। বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো আম মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হলেও বিক্রি হচ্ছে দেদার। সূত্র জানায়, অনেক ব্যবসায়ী রাইফেলস কেন্ট জাতীয় ওষুধ স্প্রে করে ফলের রং উজ্জ্বল ও পাকানোর ব্যবস্থা করেন। এরপর ফরমালিন দিয়ে কৃত্রিম উপায়ে আমগুলো সজীব রাখা হয়। লোকজন শুধু এর বাহ্যিক রূপ দেখে মুগ্ধ হচ্ছেন। ভারতের মাদ্রাজ থেকে আসা সুন্দরী আম দেশীয় আমের আগে বাজারে আসায় বিক্রিও হচ্ছে। দামও অনেক বেশি। প্রতি কেজি আম ১৬০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন