আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া থেকে স্কুলছাত্রকে অপহরণ করার ৯ ঘণ্টা পর ভারতীয় সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনতা অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধহাটা ইউনিয়ন পরিষদের পুনঃনির্বাচিত মেম্বার মতিয়ার রহমান গাজীর পুত্র ও কুন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র মুন্না হোসেন (৬) গত বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেয়াঘাটের কাছে খেলছিল। সাড়ে ১০টার দিকে তাকে জামা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে মুন্নার মা বাদী হয়ে থানায় জিডি করেন। অপহরণকারী শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের বিভাস চন্দ্র মন্ডলের পুত্র মহাসাগর কুমার শিশুটিকে নিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তলুইগাছী সীমান্ত এলাকায় পৌঁছলে শিশুটি কেঁদে ওঠে। এসময় স্থানীয় লোকজন সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে থানায় আনেন। রাতেই শিশুটিকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর এবং অপহরণকারীকে আশাশুনি থানায় আনা হয়। এ ব্যাপারে শিশু অপহরণ মামলা রুজু করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন