বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সর ইউনিলিভার। আসছে এশিয়া কাপসহ দীর্ঘমেয়াদে জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার সকালে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কত দিনের জন্য মাশরাফি-সাকিবদের সঙ্গে চুক্তি করছে ইউনিলিভার সেটা পরিস্কার করেননি তিনি।
গেল মাসের শেষদিকে হঠাৎ করে টাইগারদের সঙ্গে স্পন্সরশিপ বাতিল করে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’।
প্রতিষ্ঠানটির ব্যাখ্যা ছিল, জাতীয় দলের ক্রিকেটাররা অন্য মোবাইল সেবাদান প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ থাকাসহ বেশ কয়েকটি কারণে নিজেদের সরিয়ে নিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন