ঝিনাইদহের কালীগঞ্জ শহরে জেলা পরিষদের মালিকানাধীন গাছের ডাল পড়ে ফাহমিদা খাতুন (৩৮) নামে এক নারী নিহত হয়েছে। নিহত ফাহমিদা কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রউফের স্ত্রী। তাদের এক ছেলে ও একটি মেয়ে রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কের নতুনবাজারে গোস্তের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এসময় রাস্তার পাশের থাকা শতবর্ষী রেইনট্রি গাছের শুকনা ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, আমাদের রউফ স্যার উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে র্যালীতে যোগ দিতে গিয়েছিলেন। এসময় তার স্ত্রী বাজারে এসেছিলেন প্রয়োজনীয় কেনাকাটা করতে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান গাছের ডাল পড়ে পবিস কর্মকর্তার স্ত্রী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য ঝিনাইদহ, কোটচাঁদুর, কালীগঞ্জসহ বিভিন্ন সড়কে জেলা পরিষদের মালিকানাধীন শতবর্ষী গাছগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে আছে। সম্প্রতি ভারতের অংশে যশোর সড়কে শতবর্ষী এ সব গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন