শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফুলবাড়ীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বৈশাখের তীব্র তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে ঠিক সে মুহূর্তে মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। পিডিবির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী প্রতিদিনই ২ থেকে ৩ ঘণ্টা লোডশেডিংয়ের কথা স্বীকার করলেও বিদ্যুৎ গ্রাহকেরা বলছেন, প্রতিদিনই ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিং চলছে। আবার কোনো কোনো এলাকায় লোডশেডিংয়ের পরিমাণ আরো বেশি। সরকারি কলেজ মোড়ের কম্পিউটার ব্যবসায়ী মো. রেজওয়ানুর রশীদ রানা বলেন, গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত একটানা আড়াই ঘণ্টা লোডশেডিং হয়েছে। এর পূর্বেও গত সোমবার একই সময় দুপুরে ও সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত লোডশেডিং হয়। এভাবে প্রতিদিনই ঘটছে এই লোডশেডিং। একই কথা বলেন, সুজাপুর গ্রামের আশরাফুল ইসলাম, হালিম ম-ল, কৃষ্ণপুর গ্রামের বছির উদ্দিন সহ অনেকেই। ফুলবাড়ী আবাসিক সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মাহাবুব আলম বলেন, উপরের নির্দেশেই এই লোডশেডিং দেয়া হয়। সহকারী আবাসিক প্রকৌশলী নুরুন্নবী বলেন, ফুলবাড়ীতে প্রতিদিনই ৫ মেঃ ওয়াট বিদ্যুৎ প্রয়োজন কিন্তু বরাদ্দ দেয়া হচ্ছে মাত্র ৪ মেঃ ওয়াট। এর ফলে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। ফুলবাড়ী পৌরএলাকার একাধিক বিদ্যুৎ গ্রাহকেরা অভিযোগ করেন, সেচ মৌসুমেও যে পরিমাণ লোডশেডিং হয়নি, তার চেয়ে বেশি লোডশেডিং শুরু হয়েছে গত ১৫ দিন থেকে। তারা আরোও অভিযোগ করেন, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিতায় নানা প্রকার হয়রানির শিকার হচ্ছে বিদ্যুৎ গ্রাহকেরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন