শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে বিএনপির ৬ নেতা-কর্মীর রিমান্ড-জামিন নামঞ্জুর

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ৬:১০ পিএম

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। রবিবার দুপুরে ময়মনসিংহের ৪নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক এ আদাশ দেন।

আসামীরা হলেন- ছাত্রদল নেতা দ্বীন ইসলাম, কর্মী ফারুক, রতন, ফয়জুল, শাহীন এবং স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর।
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন জানান, গত শুক্রবার উপজেলার কাকনহাটিস্থ আমার বাসার সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সৌজন্য আলাপ-আলোচনা চলছিল। এ সময় পুলিশ কোন ঘটনা ছাড়াই আমার বাড়ীর সামনের সড়ক থেকে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে মিথ্যা বানোয়াট মামলায় কারাগারে পাঠিয়েছে।
আসামী পক্ষের প্রতিযশা আইনজীবী অ্যাড. আবু জাফর মো: রাশেদ মিলন জানান, বিশেষ ক্ষমতা আইনের একটি পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড আবেদল করলে বিজ্ঞ আদালত রিমান্ড এবং জামিন নামঞ্জুর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন