শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রযুক্তি উন্নয়নে যৌথ বিনিয়োগ করবে চীন ও রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ২:২৬ পিএম

প্রযুক্তি খাতে উন্নয়নের লক্ষ্যে যৌথ বিনিয়োগের ঘোষণা দিয়েছে রাশিয়া-চীন ইনভেস্টমেন্ট ফান্ড-আরসিআইএফ ও চীনের তুস-হোল্ডিংস। মঙ্গলবার দেওয়া ওই ঘোষণায় রাশিয়ার তুসিনো প্রজেক্ট টেকনোলজি পার্কে ১২৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথা বলা হয়।
আরসিআইএফ’র একটি বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অর্থনৈতিক জোট দুটি ১০ কোটি মার্কিন ডলারের বেশি ব্যয় করে চীন-রাশিয়া হাই-টেক উদ্ভাবনী পার্ক গড়ে তোলার কথা বিবেচনা করছে। এই লক্ষ্যে তারা ইতোমধ্যে রাশিয়া-চীনের যৌথ বিনিয়োগের জন্য ১০ কোটি মার্কিন ডলারের মূলধনের একটি তহবিলও গঠন করেছে।
আরসিআইএফ’র সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভ বলেন, চীনের অংশীদারদের সঙ্গে যৌথভাবে আমরা উন্নত প্রযুক্তিখাতে ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হবো। একই সঙ্গে তাদের প্রাথমিক প্রয়োগকে আরও সহজ করতে পারবো। সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন