ঝালকাঠির রাজাপুরে জেলা প্রশাসক হামিদুল হক এর নির্দেশে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার সকালে উপজেলার ডাকবাংলো সড়ক থেকে শুরু করে বাদুতলামোড় হয়ে বাইপাসমোড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় তার সাথে স্থানীয় সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জনসাধারনের চলাচলের সুবিধার্থে জেলা প্রশাসকের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলছে। পর্যায়ক্রমে উপজেলা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচলনা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন