শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি অফিসে ছাত্রদলের পদবঞ্চিতদের ভাঙচুর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ৬:৫২ পিএম

কমিটি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে ছাত্রদলের পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বিএনপি নেতা মুজিবুর রহমান জানান, সদ্য ঘোষিত দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে যারা পদ পায়নি তারা এ ভাঙচুর করেন। দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম উদ্দিন, ইকবাল হায়দার এবং পটিয়া থানা ছাত্রদল সভাপতি জমির উদ্দিন মানিক হামলার সময় উপস্থিত ছিলেন।
তবে জমির উদ্দিন এমন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা প্রতীকী অনশনে ছিলাম। এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমরা জানি না। দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ বলেন, আমরা সকাল ১০টা থেকে কর্ণফুলী সেতু এলাকার মান্নান টাওয়ারের নিচে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশন নিয়ে ব্যস্ত ছিলাম। ভাঙচুরের এরকম কোনো ঘটনার বিষয়ে আমরা জানি না। যদি এরকম ঘটেও থাকে তারা হয়তো সন্ত্রাসী। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, এ ধরনের কোনো ঘটনা আমরা শুনিনি। কেউ আমাদের অভিযোগও দেয়নি।
এদিকে ভাঙচুরের খবর পেয়ে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যারা দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে তারা বিএনপির ভেতরে থাকা আওয়ামী দালাল। আমরা তাদের চিহ্নিত করছি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন