মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভবনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তেন এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হোসেন জানান, ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের কাজ শুরু হয় ২০১৪ সালের নভেম্বরে।
মন্তব্য করুন