শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বোয়ালখালীতে আল্-কোরআন একাডেমির অভিভাবক সমাবেশ

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলস্থ দ্বীনি শিক্ষা নিকেতন আল-কোরআন একাডেমীর অভিভাবক সমাবেশ গতকাল শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে অনষ্ঠিত হয়। একাডেমির কো-অর্ডিনেটর মো. আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, একাডেমী ও কমপ্লেক্সের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মোজাহেদ হোসাইন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিকাহ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী এম এস এমরান কাদেরী, একাডেমির প্রি প্রাইমারি সেকশন প্রধান মিসেস বিবি জয়নাব, অভিভাবক মিনু আকতার, হাজী শামশুল আলম, বাচা মিয়া, কোহিনুর আকতার ও নুরুল আমীন প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মোজাহেদ হোসাইন বলেন, পবিত্র ইসলাম ধর্মের মৌলিক বিষয় বস্তু ও আদর্শকে সামনে রেখে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এমন মানের শিক্ষার মাধ্যমে আমাদের ছাত্র-ছাত্রীদের গড়ে তুলতে চাই। এজন্য ছাত্র অভিভাবকের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই এখান থেকে শিশুরা পরিপূর্ণ, পরিচ্ছন্ন ও প্রস্ফূটিত আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠুক। তিনি ছাত্র-ছাত্রীদের উন্নয়নে আরো কি কি উদ্যোগ নিতে হয় এ জন্য উপস্থিত অভিভাবকদের পরামর্শ আহ্বান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন