জয়পুরহাটে অতি দরিদ্র পরিবারের ২০১৬ ও ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ এবং জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১০৫ জন শিক্ষার্থীকে প্রায় ১৩ লাখ টাকা বৃত্তি হিসাবে প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় এবং স্থানীয় জাকস ফাউন্ডেশনের আয়োজনে প্রতি শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকা করে এ শিক্ষা বৃত্তি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকী।
ওই শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমীন, জেলা এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব অপুর্ব সরকার ও বিশিষ্ট সাংবাদিত সাহাদুল ইসলাম সাজু। উল্লেখ্য, ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় জাকস ফাউন্ডেশন জেলার অতি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪৮ লাখ টাকা শিক্ষা বৃত্তি হিসাবে প্রদান করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন