বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ভোগান্তি কমাতে চাই কার্যকর উদ্যোগ

চি ঠি প ত্র

| প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মিরপুর। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা এর গুরুত্ব বাড়িয়েছে বহুগুণে। জাতীয় চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যান, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রামীণ ব্যাংক ভবন, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিখ্যাত কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও বাস টার্মিনাল অবস্থান করায় মিরপুরের মানুষ যতটা না বেশি আনন্দিত ও গর্বিত, তার থেকে বেশি সমস্যায় জর্জরিত। ঠিক যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। জলাবদ্ধতা, রাস্তা খোঁড়াখুঁড়ি, অসহ্য যানজট লেগেই আছে প্রতিনিয়ত। আপনি যদি রাজধানীর অন্য কোনো স্থান থেকে মিরপুরে আসতে চান, তাহলে মোটামুটি একটা ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। কারণ সব যানবাহন ও গণপরিবহনে কতবার যে আপনাকে যাব না শব্দটি শুনতে হবে, তার ইয়ত্তা নেই। যদি সৌভাগ্যক্রমে যানবাহন পেয়েও যান, তাহলে যাত্রাপথে আপনাকে সহ্য করতে হবে ঘণ্টার পর ঘণ্টা যানজট। অবস্থা এতটাই ভয়াবহ যে, ১৫ মিনিটের পথ আপনাকে অতিক্রম করতে হবে আড়াই থেকে তিন ঘণ্টায়। উন্নয়ন কাজ করতে হলে কিছুটা সাময়িক অসুবিধা সহ্য করতেই হবে। আমরা সেটা করতে রাজি; কিন্তু সাময়িক অসুবিধা যেন দীর্ঘ স্থায়ী ভোগান্তিতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আতিক মাহমুদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন