রাজশাহীর তানোরে হিরোইন ব্যবসায়ীসহ দুইজন ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় তানোর থানার এসআই আবদুর রহিম বাদী হয়ে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন ওসি।
এরা হলো তানোর পৌর সদরের কঠিপাড়া গ্রামের আবু বক্করের ছেলে নাসরুল্লাহ(৩৫) একই গ্রামের ইউনুছ আলীর ছেলে মিঠন(৩০) তাদেরকে গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে ২ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। অপর একজন হলো তানোর সিন্দুকা গ্রামের মৃত ভুদো আলীর ছেলে সারওয়ার হোসেন(৩০)। গত শনিবার রাতে নিজ বাড়ি হতে তাকে আটক করে পুলিশ। তিনি পারিবারিক মালায় ওয়ারেন্টভুক্ত আসামী।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউর ইসলাম জানান, নাসরুল্লাহ এলাকার চিহিত মাদক ব্যবসায়ী। আর মিঠন পেশাদার মাদকসেবী। এলাকাবাসীর সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে সংগীয় ফোর্স পাঠিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ (সোমবার) তাদেরকে আদালতে পাঠানো হবে। অপর একজনকে গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন