শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কমেছে শিশু মৃত্যুর হার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গত দশকের তুলনায় বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে। প্রতিরোধযোগ্য রোগ ও অন্যান্য জটিলতায় গত বছর বিশ্বে ৬০ লাখ শিশুর মৃত্যু হয়েছে। ২০০০ সালে জাতিসংঘের সদস্য দেশগুলো যখন চরম দরিদ্রতা দূরীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তখন একই কারণে মারা যাওয়া শিশুর সংখ্যা ছিল এর প্রায় দ্বিগুণ। মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০০০ সালে বিশ্বনেতারা জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিলেন। ওই সময় প্রতিবছর ১৫ বছর বয়স পর্যন্ত ১ কোটি ১২ লাখ শিশু নিরাপদ পানির অভাব, অপুষ্টি, প্রতিরোধযোগ্য রোগ ও জন্ম হওয়ার পরপর মারা যেতো। ২০১৭ সালে এই সংখ্যা কমে ৬৩ লাখে এসে দাঁড়িয়েছে। এই হিসেবে প্রতি পাঁচ সেকেন্ডে একটি করে শিশুর মৃত্যু হচ্ছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন