মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দেশে একদিনে ১১ শিশুর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ২:৫৫ পিএম

১২ থেকে ১৪ ঘণ্টায় দেশে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ১১ শিশুর।
জানা যায়, দেশের ছয় জেলায় পানিতে ডুবে একদিনে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে টাঙ্গাইল ও পটুয়াখালীতে ৩ জন করে, কুমিল্লায় ২ জন এবং ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুরে একজন করে মারা গেছে। সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভাই-বোন এবং মির্জাপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- খুশি (৪), আবির হোসেন (৩) এবং নওশাদ হোসেন (১৩)। এদের মধ্যে খুশি ও আবির বন্যার পানিতে ডুবে এবং নওশাদের মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে মারা যায়।

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে ৩ বোনের মৃত্যু হয়। তারা হলেন- মাহফুজা বেগম (১৫), মরিয়ম বেগম (১৫) ও মারিয়া বেগম (১১)।

কুমিল্লার আছাদপুর ইউনিয়নের খো‌দেদাউপু‌র গ্রা‌মে দিঘীতে ডু‌বে ২ শিশু মারা গেছে। নিহতরা হলেন- আপতাহি (১৩) ও তার খালাত ভাই সাকিব (১১)। গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের ভুরভু‌রিয়া গ্রা‌মে পুকু‌রে ডু‌বে জয়নাল আবেদীন নামে এক শিশুর মৃত্যু হয়।

ঢাকার ধামরাইয়ে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে বন্যার পানিতে ডুবে ৩ বছরের শিশু সোহাগের মৃত্যু হয়েছে।

এছাড়া শেরপুরের ঝিনাইগাতীতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে নাফিজা নামে ৪ বছর বয়সী এক শিশু মারা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন