বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শ্যামনগরে মাদ্রাসা সুপার হত্যাকান্ড হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার বাবুল আক্তারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী জেবুননেছা পারভীন। গতকাল রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, মামলার আসামি ফরিদ উদ্দীন মাসুদ, হাজী লিয়াকত হোসেন, আবু তালেব ও মহিবুল্লাহ’র পরিকল্পনা অনুযায়ী মাদ্রাসার এমএলএসএস আবুল কালাম মনোমালিন্যের জের ধরে গত ৩১ মার্চ দুপুরে তার স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। তিনি বলেন, হত্যাকারী আবুল কালাম ধরা পড়ার পর তার স্বীকারোক্তিতে অন্যান্য আসামিদের সম্পৃক্ততা প্রকাশ পায়। যার ধারণকৃত ভিডিও রয়েছে। অথচ অন্যান্য আসামিরা পুলিশকে ম্যানেজ করে আবুল কালামকে একমাত্র আসামি বানিয়ে মামলায় ফাইনাল নেওয়ার চেষ্টা করছে। প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ আসামিদের ধরছে না। যা অত্যন্ত দুঃখজনক। একই সাথে পত্রপত্রিকায় নানারকম বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশিত হচ্ছে। যা আমাদের কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি তার স্বামীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন