শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে জমি বিরোধের জের ধরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে দুই নারী আহত হয়েছে। গতকাল রোববার ভোরবেলা পৌর এলাকার কেওয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো- কেওয়া গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী রাশিদা খাতুন (৩৩) ও তার বোন রাজিয়া (৩৫)। এ ঘটনায় রাশিদা খাতুন বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, রাশিদা খাতুন ও তার বোন রাজিয়ার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে বসত বাড়ী ও সিমেন্টের পিলার পুঁতিয়া কাটা তারের বাউন্ডারী দিয়া বহু বছর যাবৎ ভোগদখল করছেন। রাশিদার বসতবাড়ীসহ ওই জমি নিয়ে একই এলাকার জাহাঙ্গীর মন্ডল, জাকির মন্ডল, নইমুদ্দিন, জলিল মন্ডল, আমিনুল, ইসলাম উদ্দিনগণদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। রবিবার ভোরবেলা প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে হামলা চালিয়ে টিনের ছাপড়া, সিমেন্টের পিলার, কাটা তারের বাউন্ডারী ভাংচুর করে ও পিকআপ গাড়ী ভর্তি করে নিয়ে যায়। এ সময় জমির মালিক রাশিদা ও রাজিয়া বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারপিট ও শ্লীলতাহানি করে স্বর্ণালংকার নিয়ে যায়। রাশিদা খাতুন জানান, তার পিতার মৃত্যুর পর থেকে প্রতিপক্ষের লোকজন তাদেরকে জমি থেকে উচ্ছেদ করে দেয়ার হুমকি দিয়ে আসছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন