শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ায় পরাজিত প্রার্থীর বসতঘর ভেঙে ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাসির উদ্দিনের সমর্থকরা পরাজিত (আ’লীগ) বিদ্রোহী প্রার্থী মাইনুল ইসলামের বসতঘর ভেঙে আসবাবপত্র লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম অভিযোগ করেন, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্যে দিবালোকে নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিনের ইন্ধনে তার ৩ সহোদর কবির, জহির, বশির ও সহযোগী কাইয়ুমসহ ২৫ থেকে ৩০ জন সমর্থক বড়মাছুয়া বাজারে মাইনুল ইসলামের টিনের ঘর ভেঙে টিভি, ফ্রিজ, খাট ও আলমারিসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চেয়ারম্যানের তিনভাই ও সমযোগী কাইয়ুমসহ ১৬ জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে মাইনুল জানান। এব্যাপরে নবনির্বাচিত চেয়ারম্যান নাসিরউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য আমার প্রতিপক্ষ এ অপপ্রচার চালাচ্ছে। পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন জানান, ভাংচুরের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন