শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাইকে মারধর করেছে বখেটেরা। এ ঘটনায় ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার সোনার বাংলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে (ফাতেমা ছন্দনাম) স্কুলে যাওয়া-আসার পথে হবিরবাড়ি লবণকোঠা গ্রামের বাবুল মিয়ার বখাটে ছেলে সাব্বির (১৮) প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ছাত্রীর পিতা বখাটের পরিবারকে বারবার জানানোর পর বাবুল মিয়া উল্টো হুমকি দেয়। এ ঘটনায় গতকাল রোববার সকালে স্কুলছাত্রীর বড় ভাই গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রুবেল ওই বখাটেকে জিজ্ঞাস করে। এরই জের হিসেবে কিছুক্ষণ পর বখাটে সাব্বির তার দলবল নিয়ে রুবেলের উপর হামলা চালায়। এ সময় তারা লোহার রড দিয়ে পিটিয়ে রুবেলকে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে তিনি ভালুকা মডেল থানার ওসি মামুন-অর রশিদকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার বলেন, অভিযোগটি থানায় পাঠানো হয়েছে এবং ওই বখাটেসহ তার সঙ্গীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন