শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রানা প্লাজা ধসের তৃতীয় বার্ষিকী কারখানা ছুটি না দেয়ায় ভাঙচুর করায় ১০ কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

রানা প্লাজার ধসের তৃতীয় বার্ষিকী উপলক্ষে কারখানা ছুটি ঘোষণা না করায় সাভারে অন্তত ১০টি পোশাক কারখানায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ কারখানাগুলা এক দিনের ছুটি ঘোষণা করে। গতকাল রোববার সাভারের বিরুলিয়া রোডসহ এর আশ পাশের বিভিন্ন পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। এসময় কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছে। শিল্প পুলিশ-১ সাভার জোনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল মোহন কুন্ড জানায়, রানা প্লাজা ধসের তৃতীয় বার্ষিকী উপলক্ষে নিহত শ্রমিকদের শোক জানানোর জন্য সকালে সাভার-বিরুলিয়ার রোডে পূর্ব রাজাশন এলাকায় ভিশন গার্মেন্টস শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্তৃপক্ষের নিকট ছুটি দাবী করে। তখন শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে মালিকপক্ষ ছুটি না দেওয়ায় শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পাশের হাইপয়েড়, আজিম গ্রুপ, পাকিজা গ্রুপসহ বিভিন্ন স্থানে অন্তত দশটি গার্মেন্টস বাহির থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করে। এ সময় ভাঙচুরে বাধা দেওয়ায় শ্রমিকদের সাথে মালিকপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । সংঘর্ষে অন্তত ১০/১২ জন শ্রমিক আহত হয়। আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে বিরুলিয়া রোড ও এর আশপাশের অন্তত ১০টি ছোট-বড় কারখানা একদিনের ছুটি ঘোষণা করে। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে শোক পালনের জন্য রানা প্লাজার সামনে সাভারের সকল পোশাক কারখানা ছুটির দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল মান্টু জানায়, কারখানা ছুটি না দেয়া শ্রমিকরা বিক্ষোভ করেছে পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে তিনি দাবী করেন শ্রমিকরা কোন ভাংচুর করেনি। এদিকে ক্ষতিগ্রস্ত কারখানা একাধিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে কেউ কথা বলতে রাজী হয়নি। তবে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও শিল্প পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন