শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুমিল্লা-২ আসনে শ্রমিকদল নেতার গণসংযোগ

কুমিল্লা উত্তর সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা-২ আসন হোমনা ও তিতাস উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে সরগরম হয়ে ওঠছে মাঠ। নির্বাচন নিয়ে নানা সংশয় শঙ্কা ও প্রশ্ন থাকলেও কুমিল্লা-২ নির্বাচনী এলাকার চারিদিকে বিরাজ করছে নির্বাচনী অমেজ। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে কেন্দ্রীয শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক মোল্লা নির্বাচনী প্রচারণা হিসেবে গ্রামে-গ্রামে, বাড়ি-বাড়ি ওঠান বৈঠক, টেবিল বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে নিয়মিত গণসংযোগ চলাচ্ছেন।
অপরদিকে ১৪ দলীয় জোটের একাধিক সম্ভাব্য প্রার্থী প্রচার-প্রচারণায় মাঠে আছেন। ফজলুল হক মোল্লার নেতৃত্বে ধানের শীষের পক্ষে ভোটের প্রচার-প্রচারণা ও গণসংযোগ পুরোদমে চলছে সর্বত্র। এখানে বিএনপির একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও বিশিষ্ট সমাজসেবী ফজলুল হক মোল্লার প্রচারণা ও গণসংযোগ দৃশ্যমান, চোখে পড়ার মতো। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের লোকজনকেও বিএনপির এই নেতার সাথে প্রচারণায় দেখা গেছে। এলাকায় ক্লিনইমেজের একজন নেতা হিসেবে পরিচিত ফজলুল হক মোল্লার সর্বমহলে গ্রহণযোগ্যতা রয়েছে। ফজলুল হক মোল্লার সাথে কথা হলে, তিনি জানান, জাতীয় নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য হোমনা ও তিতাস উন্নয়নের স্থপতি মরহুম এম কে আনোয়ারের হাতে গড়া এখানকার বিএনপিসহ অঙ্গদলগুলো মজবুত এবং খুবই শক্তিশালী। রাজনীতিতে কিংবদন্তি মরহুম এমকে আনোয়ারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা এবং তার হাতে গড়া বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে আমি কাজ করে যাচ্ছি। ফজলুল হক মোল্লা বলেন, নেতাকর্মীদের বিপদে-আপদে আমি গত ১০ বছর পাশে ছিলাম, সামনের দিনগুলোতেও আমি কর্মীদের পাশে থাকব। কর্মীবান্ধব এই নেতা বলেন, এখানকার বিএনপির মাঠ গোছানো আছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। নির্বাচনের জন্য আমরা সবসময় প্রস্তুত। এখন দেখার বিষয় সরকার কি ধরনের নির্বাচন দেয়। তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি দলের মনোনয়ন পাবেন বলে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। সে লক্ষ্যেই তিনি নির্বাচনী গণসংযোগ করে যাচ্ছেন। ফজলুল হক বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে দলে সম্পৃক্ত। তিনি দলের জন্য একজন নিবেদিত প্রাণ। ফলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার নেতৃত্বে দলের কাজ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন