হবিগঞ্জের চুনারুঘাট খোয়াই চড় থেকে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গত সোমবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার রাকি গ্রামস্থ খোয়াই স্টেডিয়ামের নদীর চড় থেকে পরিত্যাক্ত অবস্থায় পেট্রোল বোমা ও ককটেল রয়েছে বলে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক থানার ওসি কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি পেট্রোল বোমাসহ বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করে। পরে বিস্ফোরকগুলি বিনষ্ট করেন। এ ব্যাপারে ওসি বলেন, ওই এলাকায় কে বা কারা কি কারণে ওই বিস্ফোরকগুলি রেখেছিল তা তদন্ত সাপেক্ষে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন