রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাত্রদের দ্বীনি চেতনা জাগাতে নিরলস কাজ করতে হবে

ছাত্রসমাজের প্রতিষ্ঠাবার্ষিকীতে আব্দুল লতিফ নেজামী

স্টাফ রিপোটার : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দেশের তরুণ ছাত্রদেরকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ইসলামী শাসন কায়েমের জন্য নেতা-কর্মীদের জীবন বাজী রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রখ্যাত ওলামায়ে কেরামের হাতেগড়া বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ এদেশে ইসলামী শাসন কায়েম করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী এসব কথা বলেন। বক্তারা বলেন, ইসলামী ছাত্রসমাজ প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছেন তারা হলেন, শাইখুল ইসলাম হযরত মাওলানা আতহার আলী রহ., মুফতী শফী রহ., খতীবে আজম মাওলানা সিদ্দিক আহমদ রহ., হাজী ইউনুস রহ., মাওলানা আবদুল মতিন খতীব রহ,. সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রশিদ মজুমদার, সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী আবদুল কাইয়ুম, সাবেক মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা একে এম আশরাফুল হক, সাবেক সহ-সভাপতি আবদুল আজিজ, ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ওয়ালীউল্লাহ, তারেক জামিল, হুজাইফা আল মহদী, মাহবুব এলাহী, গোলাম মোস্তফা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
tarek ahmed ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ২:৪৪ পিএম says : 0
আল্লাহ সবাইকে ঐক্য হওয়ার তাওফীক দিন।।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন